বিলাইছড়িতে আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা

Published: 28 Feb 2018   Wednesday   

বিলাইছড়ি উপজেলায় বুধবার এক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যন শ্যামা পুদি চাকমা, উপজেলা আ’লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঐতিহ্যবাহী প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, ফেব্রুয়ারী মাসে বিলাইছড়ি থানায় দুটি মামলা হয়েছে। একটি তিনকুনিয়ায় তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করার ঘটনায় এবং দ্বিতীয়টি ফারুয়া ইউনিয়নের এগুজ্জেছড়ি গ্রামে ৯টি পানের বরজ পুড়িয়ে দেওয়ার ঘটনার কারনে। বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত