কাপ্তাইয়ে মাদক নিয়ন্ত্রনে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রেস ব্রিফিং

Published: 01 Mar 2018   Thursday   

মাদক নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার কাপ্তাইয়ে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  

 

কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে  উপজেলা রেষ্ট হাউজে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো: হারুনের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো: নুরুল আলম, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, কাপ্তাই পিডিবির এডি সিকিউরিটি জসিম আহাম্মদ, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো: কবির হোসেন, মোশারফ হোসেন, নুর মো:মামুন, আলমগীর কবির, মাহফুজ আলম।

 

 প্রেস ব্রিফিং এ মাদক দ্রব্য নিয়ন্ত্রনে জনসচেতনতা গড়ে তুলতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো: হারুন।

 

ওসি (তদন্ত) মো: নুরুল আলম বলেন, পারিবারিক অশান্তি, হতাশা, প্রেমেব্যর্থ, অসৎসঙ্গসহ নানা কারণে আমাদের দেশে যুব সমাজ মাদকের প্রতি ঝুঁকে পড়ে এবং এই যুব সমাজই বেশি ক্ষতিগ্রস্ত হয়।

 

প্রধান অতিথি ইউএনও তারিকুল আলম তার বক্তব্যে বলেন, সিগারেট মাদক না হলেও মাদকের সূত্রপাত এই সিগারেট থেকেই শুরু হয়। কারণ কোন কিশোর বা যুবক প্রথমেই গাঁজা, ফেনসিডিল, হেরোইন দিয়ে নেশা শুরু করতে পারেনা। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে তারা সিগারেট থেকে আস্তে আস্তে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। এব্যাপারে পারিবারিক বন্ধনই পারে কিশোর যুবকদের এই ভয়াবহ নেশার কবল হতে রক্ষা করতে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত