পানছড়িতে বই মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

Published: 01 Mar 2018   Thursday   

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়িতে দু’দিনব্যাপি বই মেলা ও ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বৃহস্পতিবার  সম্পন্ন সম্পন্ন হয়েছে।

 

পানছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পানছড়ি উপজেলা গণ পাঠাগার প্রাঙ্গনে গেল ২৭ ও ২৮ ফেব্রয়ারী এ বই মেলা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা গত ২৭ ফেব্রয়ারী এ মেলা উদ্বোধন করেন। এ লক্ষে গেল ২৭ ফেব্রয়ারী পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি ‘ভাষা ও বর্ণমালা’ প্রতিযোগিতা হয়। ৩য় থেকে ৫ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মাহবুবা আক্তার ও রেজাউল করিম। ৬ষ্ঠ- ৮ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জুলিয়াস চাকমা ও সুদেব চাকমা। ৯ম- দ্বাদশ শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি শিক্ষার্থী দিপা নন্দী ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণি শিক্ষাথী খুরশিদা জাহান।

 

অপরদিকে বৃহস্পতিবার দিন ব্যাপি বিজ্ঞান অলিম্পিয়াড  পরীক্ষা হয়। পরীক্ষায় ৩য় থেকে  ৫ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আশিকুর ইসলাম ও ৪র্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস। ৬ষ্ঠ থেকে  ৮ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের  ৮ম শ্রেণির ছাত্রী জিন্নাত আরা জেরিন ও পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বৈশালী চাকমা। ৯ম থেকে ১০ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন হয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের মেরাজ হাসান। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হন পানছড়ি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্র ইব্রাহীম খলিল।

 

সমাপনী দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর ‘ভাষা ও বর্ণমালা’ ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থী ও মেলায় বিজয়ী হওয়া স্টলদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) উত্তম চন্দ্র দেব, পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবলীগ নেতা মিলন সাহাসহ বিভিন্ন বিদ্যালয়ের উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত