খাগড়াছড়িতে চাইনিজ ভাষা ও হাউজ কিপিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Published: 01 Mar 2018   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের চাইনিজ(ক্যান্টনিজ) ভাষা ও হাউজ কিপিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

 

খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রবাসি কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার। এসময় সরকার সারাদেশে উন্নয়নে সমতা আনতে চায় এমন মন্তব্য করে তিনি বলেন, সারাদেশ যেন সমভাবে উন্নয়নে অংশগ্রহণ করতে সেজন্য পিছিয়ে পড়া জেলাগুলোর জনগোষ্ঠীর দিকে নজর দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু করা হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক জেলা প্রশাসক রাশেদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র পরিচালক ড. মো: নুরুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত