বাঘাইছড়িতে বাবা-ছেলের পারিবারিক কলহলের জের ধরে পুড়ল ১৬টি বসতবাড়ী

Published: 01 Mar 2018   Thursday   

বৃহস্পতিবার দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের পাশে কসাই পাড়ায়  অগ্নিকান্ডে ১৬টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসীদের অভিযোগ বাবা-ছেলের মধ্যে পারিবারিক কলহলের জের ধরে নিজেদের বসত ঘরে আগুনে  দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে। 

 

এলাকাবাসী লোকমান দিদারসহ অনেকে জানিয়েছেন, জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউপি’র দুরছড়ি বাজারের পাশে কসাই পাড়ায় বাবা কপিল উদ্দীনের সাথে মাদকাসক্ত হেলাল উদ্দীনের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে মাদকাসক্ত হেলাল উদ্দীন মোটর সাইকেল থেকে অকটেন বের করে নিজের ঘরে মধ্যে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বাকী ১৫টি বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। 

 

তবে বাঘাইছড়ি উপজেলায় কোন ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় স্থানীয় লোকজন দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হবে বলে ধারনা করছেন এলাকাবাসীরা। ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার  ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন। ছেন, কসাই পাড়ার বাসিন্দা

 

খেদারমারা ইউপি’র ওয়ার্ড মেম্বার মোঃ মঈন উদ্দীন জানান, কসাই পাড়াবাসী কপিল উদ্দীন ও তার ছেলে হেলাল উদ্দীনের মধ্যে পারিবারিক কলহলের জের ধরে নিজেদের ঘরে আগুন দেয়ার কারণে পাশ্ববর্তী ঘরগুলোও আগুনে পুড়ে গেছে। বর্তমানে দ্জুনই পলাতক রয়েছেন। ঘটনাটি তিনি বাঘাইছড়ি থানা পুলিশকে জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত