মাদকের অপব্যবহার ও নিয়ন্ত্রণে জনমত গড়তে খাগড়াছড়িতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

Published: 01 Mar 2018   Thursday   

“জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন”এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বৃহস্পতিবার খাগড়াছড়িতে মাদকের অপব্যবহার ও নিয়ন্ত্রণে জনমত গড়তে  স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মো: চাহেল তস্তুরী। খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আফতাব উদ্দীন।

 

এসময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অপরিহার্য উল্লেখ করে অতিথিরা বলেন, মাদকাসক্তের কারনে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পরিবার। ক্ষতিগ্রস্থ হচ্ছে সামাজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। এর থেকে পরিত্রাণ পেতে ব্যক্তি ও পারিবারিক সচেতনতা এবং ধর্মীয় মূল্যবোধর চর্চার উপর গুরুত্বারোপ করেন তারা।

 

অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক বিরোধী  বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

 

এর আগে মাদকের ব্যবহারের কুফল ও সামাজিক সমস্যা এবং প্রতিরোধের বিষয় নিয়ে প্রেস ব্রিফিং-এ স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা এস এম অনিক চৌধুরী ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত