রাঙামাটিতে জেলা ক্রীড়া সংস্থা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু

Published: 02 Mar 2018   Friday   

বৃহস্পতিবার থেকে রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়ামে শুরু হয়েছে জেলা ক্রীড়া ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা টুর্ণামেন্টের ।


জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, প্রীতম রায়, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মো: মোস্তফা কামাল’সহ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর আহবায়ক মমিনুল ইসলাম , সদস্য সচিব কিংশুক চাকমা বক্তব্য রাখেন।


এবারের টূর্ণামেন্টে মোট ৯ টি গ্রুপে ১৪০ জন ব্যাডমিন্টন খেলোয়ার অংশ নিচ্ছে। প্রিমিয়ার গ্রুপে তিন পার্বত্য জেলার সেরা ব্যাডমিন্টন খেলোয়াররা অংশ নিয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ব্যাডমিন্টন এ এক সময় পার্বত্য জেলা রাঙ্গামাটি খেলোয়ারদের যে গৌরবময় ঐতিহ্য ছিল তা ফিরিয়ে আনার জন্য টুর্ণামেন্টের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ এর আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, রাঙামাটি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। বরাদ্দকৃত এসব অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে ক্রীড়াঙ্গনে নতুন নতুন প্রতিভা বের করে আনতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত