অধ্যাপক ড.জাফর ইকবালের ওপর হামলা ঘটনায় পিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

Published: 03 Mar 2018   Saturday   

বিশিষ্ট্ লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবালকে দুর্বৃত্ত কর্তৃক ছুরিকাহত করে গুরুতর জখম করার তীব্র নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

শনিবার পাহাড়ি ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি।দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে  বলা হয়, ড. জাফর ইকবালের ওপর উগ্রবাদী বর্বর হামলা খুবই ন্যক্কারজনক।আজকে তাঁর ওপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘ দিন ধরে বাংলাদেশে মুক্ত চিন্তা কন্ঠরোধ করার অপচেষ্টা চলছে, তারই অংশ হিসেবে আজকে এ হামলার ঘটনা ঘটেছে। এই হামলার মাধ্যমে আবারো মুক্ত চিন্তার ওপর সরাসরি আঘাট করা হলো ।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের মতো জায়গায় অনুষ্ঠান চলাকালীন সময়ে ড. জাফর ইকবালের ওপর এমন বর্বর হামলার মাধ্যমে এটা স্পষ্ট হলো যে, বাংলাদেশে উগ্রবাদ বহুদূর পর্যায়ে চলে গেছে।

 

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত