রাঙামাটি সরকারী শিশু পরিবারের পিঠা, বই ও মটরশুটি উৎসব

Published: 04 Mar 2018   Sunday   

রোববার রাঙামাটি সরকারী শিশু পরিবারের পিঠা, বই ও মটরশুটি উৎসব অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি সরকারী শিশু পরিবার (বালিকা) এর আয়োজনে হোস্টেল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। শিশু সদনের উপতত্ত্বাবধায়ক লুৎফুন নেছা বেগম এর সভাপতিত্বে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি পৌর মহিলা কাউন্সিলর রুপসি দাশ গুপ্ত, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভাঃ)রূপনা চাকমা বক্তব্য রাখেন।


অনুষ্ঠান শেষে শিশু সদনের শিক্ষার্থীদের পরিবশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পিঠা, বড়ই ও মটরশুটির বিভিন্ন আইটেম বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা শিশু সদনের শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরা নিজেদের কখনো একা ভাববে না। অভিভাবক হিসেবে সরকার তোমাদের পাশে সবসময় আছে থাকবে। সুষ্ঠ ও সুন্দরভাবে পড়ালেখা শিখে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করে সমাজের মাঝে নিজেকে পরিচিত করো।

 

তিনি শিশু সদনের কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, আপনার কখনো তাদেরকে তাদের বাবা-মার অভাব অনুভব করতে দেবেনা। নিজেদের সন্তানের স্যয় তাদের লালন পালন ও পরচর্যা করবে। তাদের সহযোগিতায় সরকার সবসময় পাশে আছে। তাদের যে কোন সহযোগিতায় জেলা পরিষদ পাশে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত