রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্য ভূমি কমিশনকে ফটোকপিয়ার মেশিন প্রদান

Published: 05 Mar 2018   Monday   

পার্বত্য চট্টগ্রামে ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সোমবার ফটোকপিয়ার মেশিন প্রদান করা হয়েছে।

 

জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার কাছ থেকে ভূমি কমিশনের পক্ষ থেকে ফটোকপিয়ার মেশিন গ্রহন করেন পরিষদ সবির কুমার চাকমা। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদেক আহমদ, জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে একটি ফটোকপিয়ার মেশিন প্রদান করা হয়। এতে টোকপিয়ার মেশিন গ্রহণ করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর।


এদিকে মুঠোফোনে ভূমি কমিশনের সচিব সোয়েব আহমদ খান জানান,ভূমি কমিশনের কাজের অনেক জটিলতা নিরসন হয়েছে। ভূমি কমিশনের দাপ্তরিক কাজ করতে কমিশনকে বেগ পেতে হতো। তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ফটোকপিয়ার মেশিনটি পাওয়ার ফলে কাজের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত