জাতীয় পাট দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী

Published: 06 Mar 2018   Tuesday   

জাতীয় পাট দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে বর্ণাঢ্য  র‌্যালী বের করা হয়েছে।

 

 জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালীটি  বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি পেৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সিভিল সার্জন ডা: শহিদ তালুকদার, অতিরিক্ত জেলা  জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলামসহ  জেলা পর্যায়ের সরকারী কতর্মকর্তা  এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

পরে রাঙামাটি জেলা প্রশাসনের  সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা পাট জাতীয় পণ্য ব্যবহারের মাধ্যমে পাটের বানিজ্যিক ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত