আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পানছড়িতে চার কিলোমিটারের মানববন্ধন

Published: 06 Mar 2018   Tuesday   

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে মঙ্গলবার চার কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

“সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম- শহর কর্ম- জীবনধারা” প্রতিপাদ্য নিয়ে পানছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মোহাম্মদপুরস্থ আর্মি সাব জোন এলাকা থেকে শুরু হওয়া মানববন্ধনটির শেষ ঠিকানা ছিল পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় পর্যন্ত। 

 

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) ও  পানছড়ি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা নানা রঙের ব্যানার ও পেষ্টুন নিয়ে মানববন্ধনে স্বত:ষ্ফুর্ত অংশ নেয়। দীর্ঘ এই মানববন্ধনের নেতৃত্বে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।  এছাড়া দিবসটি উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাট দিবস উপলক্ষে পাটর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত