অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Published: 06 Mar 2018   Tuesday   

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি নাগরিক সমাজের ব্যানারে সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। গণজারন মঞ্চের রাঙামাটির সংগঠক সৈকত রঞ্জন চৌধুরী সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উন্নয়ন কর্মী ললিত সি চাকমা, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিশু দে, ছাত্র ফ্রন্টের রাঙামাটি শহর শাখার সভাপতি মধুলাল চাকমা, ছাত্র ইউনিয়নের শহর সাধারন সম্পাদক প্রাপ্ত রনি, ছাত্র ইউনিয়নের রাঙামাটি কলেজ শাখার সভাপতি বিধান চাকমা।

 

অপরদিকে একই দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। কলেজ প্রাঙ্গনে আধা ঘন্টাব্যাপী মানবন্ধন  করেছে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীরা। মানবন্ধন শেষে একটি মৌন প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে ঘুরে  কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে বক্তব্যে দেন কলেজের শিক্ষার্থী শুভাশীষ চক্রবর্তী, শ্রীকুস বড়–য়া, রাদিউন নাহার প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলাকারী ও হামলার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত