রাঙামাটির কর্মরত সংবাদকর্মীদের সাথে পুলিশ সুপারের বিদায়ী শুভেচ্ছা বিনিময়

Published: 06 Mar 2018   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের সাথে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেছেন।


পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি এসএম শামসুল আলম, সাংবাদিক হিমেল চাকমা, মিলন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিক, রাঙামাট কতোয়ালী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়াসহ পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, রাঙামাটিতে দায়িত্ব পালনের সময় যে বড় ধরনের অভিজ্ঞা সঞ্চয় হয়েছে তা তার ভবিষ্যত কর্মজীবনের কাজে লাগবেন। এর আগে রংপুরে দায়িত্বে ছিলেন এত অভিজ্ঞা পাননি। রাঙামাটির অন্যরকম এবং সবচেয়ে বড় অভিজ্ঞা নিয়ে চলে যাচ্ছি।


তিনি আরো বলেন, যে কোন সমস্যার সমাধান হচ্ছে আলোচনার মাধ্যমে । পরিস্থিতির কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগ করতে হয়। তবে যে কোন কিছু ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। মারামারি করলে তার সমস্যা কখনো সমাধান করা সম্ভব নয়।


তিনি বলেন, গেল বছর ২ জুন লংগদুতে যে ঘটনা ঘটেছে তা দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। তা না হলে আরো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু তা রুখে দেয়া সম্ভব হয়েছে।


তিনি আরো বলেন গেল বছর ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় জেলা প্রশাসন মূল দায়িত্বে থাকলেও সেনা বাহিনী,পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা মূল ভূমিকা পালন করেছেন। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে কাজ করতে হয়েছে উল্লেখ করে বলেন, কাজ করতে গেলে মতবাদের পার্থক্য থাকতে পারে। তবে মতবাদ যাতে মতবিরোধীতে পরিণত না হয়। মতবাদ থাকলেও তা কমিয়ে এনে আলোচনার মাধ্যমে বসে সমাধান করা যায়।


অন্য দুই পার্বত্য জেলা থেকে রাঙামাটির সৌন্দর্য্য আলাদা উল্লেখ করে বিদায়ী পুলিশ সুপার আরো বলেন, বান্দরবানে শুধু সুউচ্চ পাহাড় রয়েছে। কিন্তু রাঙামাটিতে পাহাড় ও পানি রয়েছে। এরকম সংমিশ্রন অন্য কোথাও নেই।


পুলিশ সুপার বলেন, রাঙামাটি থেকে বদলি হয়ে এআইজি পদে ঢাকায় পুলিশের হেড কোয়াটারে যোগদান করলেও রাঙামাটির প্রতি তার সবসময় দরদ ও ভালোবাসা থাকবে। সেখানে রাঙামাটির জন্য একটি কর্ণার থাকবে। তিনি রাঙামাটিবাসীর জন্য তার পক্ষে যতটুকু সহায়তা করার তা করার আশা ব্যক্ত করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত