খাগড়াছড়িতে পিসিপিসহ তিন সংগঠনের মিছিলে পুলিশি বাধা দেয়ার অভিযোগ

Published: 06 Mar 2018   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়িতে মুখোশবাহিনী প্রতিরোধ দিবস ও অমর বিকাশ চাকমার ২২তম মৃত্যু বার্ষিকীর প্রচারণা মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখান দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকাল ৫টায় খাগড়াছড়ি সদরস্থ সংগঠনের অফিস থেকে মিছিলটি শুরু হয়। কিছুদূর যাওয়ার পর স্বনির্ভর পুলিশফাঁড়ির সামনে মিছিলটি পৌঁছুলে সেখানে পুলিশের বাধার মূখে পড়ে। এসময় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নেতা কর্মীদের তুমুল বাকবিত-া হয়। পরে অপ্রীকর ঘটনা এড়াতে সেখান থেকে মিছিলটি ফিরে শহীদ অমর বিকাশ চাকমার সড়কে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

 

সমাবেশ থেকে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসনের বাধা প্রদানকে অন্যায়, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পিসিপি’র সেই গর্বিত উত্তরসূরি যারা ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা বীরত্বের সাথে ভেঙেছিল। জনগণকে সাথে নিয়ে ১৯৯৬ সালে মুখোশ বাহিনীকে কঠোরভাবে দমন করেছিল। শান্তিপূর্ণ পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করা হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত