ড.জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে সম্মিলিত জোটের আহ্বানে মানববন্ধন

Published: 06 Mar 2018   Tuesday   

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে  সম্মিলিত জোটের আহ্বানে  মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত জোটের আহ্বানে গতি থিয়েটার ঢাকা ও  রাঙামাটির নাগরিকবৃন্দের উদ্যোগে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন গতি থিয়েটার রাঙামাটি জেলার সভাপতি মনি পাহাড়ি।

 

বক্তব্য রাখেন, জুম ঈসথেটিকস্ কাউন্সিলের(জাক) সভাপতি ঝিমিত ঝিমিত চাকমা, কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা,রুপ রঙ নাট্যগোষ্ঠীর সভাপতি আরফান আলী,রাঙামাটি আর্ট একাডেমির পরিচালক রেজাউল করিম রেজা,বিশিষ্ট শিক্ষক তানিয়া,রিংকু,শিক্ষক ও গবেষক হাসান উদ্দিন,নাট্যকর্মী সঞ্চনা চাকমা বাংলাদেশ যুব মহিলালীগের জেলা আহবায়ক রোকেয়া আক্তার প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন। 

 

বক্তারা বলেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারা দেশে কর্মসূচি দিতে বাধ্য হবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত