আন্তর্জাতিক নারী দিবসে রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 08 Mar 2018   Thursday   

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

বড় হাপুরম উচ্চবিদ্যালয় গেইটের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঘিলা ছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তি প্রভা চাকমা। বক্তব্য রাখেন পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সভাপতি ধর্মশিং চাকমা, এইচডব্লিউএফ-এর জেলা শাখার সহ-সভাপতি রুপসী চাকমা, পিসিপি’র জেলা শাখার সভাপতি কুনেন্টু ও এইচডব্লিউএফের জেলা শাখার সাধারণ সম্পাদক জেসী চাকমা। সভাপরি চালনা করেন এইচডব্লিউএফের জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমা।

 

এর আগে বড় হাপুরম উচ্চবিদ্যালয় গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কতুক ছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্কুল গেইটের সামনে শেষ হয়।

 

সামবেশে বক্তারা বিলাইছড়ির দুই মারমা তরুনীর যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত