বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Published: 08 Mar 2018   Thursday   

“সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিলাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক র‌্যালি, আলোচনা সভা ও এক দিনের নারী উন্নয়ন মেলার  আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেকুল মোওলা, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ এবং জয়িতাগণ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।

 

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, জয়িতা মনিষা দেওয়ান ও জাতীয় মহিলা সংস্থার সদস্য শেলী পারিয়াল। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবধানের স্বীকৃতি স্বরুপ মনিষা দেওয়ান, বিমলী চাকমা, বসুন্ধরা চাকমা ও লক্ষী দেবী চাকমাকে জয়িতা সম্মাননা  হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা।

 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা বলেন, নারীরা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে গেলেও তাদের প্রতি সহিংসতা এখনো চলমান রয়েছে। তাই যতদিন পর্যন্ত আমরা মানবিক সভ্যতা অর্জন করতে পারব না ততদিন নারীদের সহিংসতা নিরসন হবেনা এবং নারী-পুরুষের সাম্যতাও প্রতিষ্ঠা করা যাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত