খাগড়াছড়িতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

Published: 09 Mar 2018   Friday   

পুলিশের কাজে বাঁধা ও হামলার অভিযোগ করে খাগড়াছড়ি জেলা সদর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

শুক্রবার পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ৭ মার্চ  খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজারে তিন সংগঠনের-এর পূর্বঘোষিত কর্মসূচী মুখোশ বাহিনী প্রতিরোধ দিবসে শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সমাবেশটি ভ-ল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সকাল থেকে খাগড়াছড়ি পানছড়ি রাস্তা বিভিন্ন এলাকায় ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক ফায়ার সার্ভিস, জিরো পয়েন্টে যানবাহন তল্লাশি এবং স্বনির্ভর, গিরীফুল, নারাঙহিয়াসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করে এলাকার জনমনের আতঙ্ক করেছিল। শত প্রতিকূলতার পরিস্থিতেও তিন সংগঠনের নেতা-কর্মীরা সকাল ৭টায় উত্তর খবংপুয্যাস্থ শহীদ অমর বিকাশ চাকমার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে ইউপিডিএফ-এর কার্যালয়ের সামনে তিন সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নেয়।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, ৭ মার্চ সকাল সাড়ে ১০টায় দিকে দক্ষিণ খবংপুয্যা রাস্তা দিক থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থানরত তিন সংগঠনের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় । এতে  কয়েকজন নারীদের টেনে হিছরে ডাক্কা দেয়ার ঘটনা ঘটলে নেতা-কর্মীরা নিজেদের আতœরক্ষার্থে এলাকার ব্যাপক জনগণকে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তুলে ধাওয়া করে। একপর্যায়ে স্বনির্ভর বাজার পুলিশ নেতা-কর্মীদের লক্ষ্যে করে ফাঁকা গুলি, টিয়ার সেল-রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিন সংগঠনের ১০ নেতা-কর্মী আহত গুরত্বর আহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী হামলার শিকার হয়।

 

প্রেস বার্তায় অবিলম্বে প্রশাসনের ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ জনগণের মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশের নিষেধাজ্ঞা বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত