জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

Published: 10 Mar 2018   Saturday   

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির বালুখালী ইউনিয়নে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বালুখালী ইউপি কার্যালয় প্রাঙ্গনে স্থানীয় কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারে উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডশনের সহযোগিতায় আলোচনা সভায় ১২৯ নং কাইন্দ্যা মৌজার হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ শংকর  দাস, বালুখালী ইউপি`র প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড মেম্বার মানিক্য চাকমা, ২নং মগবান ইউপি`র মেম্বার সজীব চাকমা। বক্তব্য দেন হিলফ্লাওয়ারে প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা ও বালুখালী ইউপি`র সচিব প্রকাশ তালুকদার।

 

আলোচনা সভায় ইউনিয়নের গ্রামবাসীসহ গ্রামীন সামাজিক সংরক্ষণ কমিটির প্রায় ২শ জন অংশ নেন।  আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের করা হয়।

 

সভায় বক্তারা গেল বছর ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে এবং বহু আহত ও অনেক সম্পক্তির ক্ষয়ক্ষতি হয়েছে যা দুঃখজনক। দুর্যোগের সময় নারী,শিশু ও প্রতিবন্ধিরা বেশী ঝুকিতে ছিল। তাই আগামীতে দুর্যোগের মোকাবেলায় সবাইকে আগাম প্রস্তুতি ও সাবধানতা অবলম্বন করতে হবে।

 

বক্তারা পাহাড় ধস ও দুর্যোগের হাত রক্ষা পেতে হলে অপরিকল্পিত পাহাড় কাটা বন্ধ করা ও প্রাকৃতিক সম্পদ  সুষ্ঠ সংরক্ষণের উপর জোর দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত