রাঙামাটিতে ইউপিডিএফের পূর্ণ স্বায়ত্তশাসন দিবস পালন

Published: 10 Mar 2018   Saturday   

পূর্ণ স্বায়ত্তশাসনের দাবী জানিয়ে শনিবার রাঙামাটিতে পূর্ণ স্বায়ত্তশাসন দিবস পালন করেছে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

 

কতুকছড়ি হাফ বাজারে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সভাপতি ধর্মসিং চাকমা। বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনীল চাকমা, রাঙামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমা, অসেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা, নারী নেত্রী কাজলী ত্রিপুরা প্রমূখ।


এর আগে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি হাফ বাজার এলাকায় প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি কুতুকছড়ি বাজার ঘুরে গিয়ে মহাপুরুম বিদ্যালয় গেটে শেষ। এতে ইউপিডিএফের সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন।


সমাবেশে পার্বত্য চুক্তি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমাধান নয় উল্লেখ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদন হলেও পাহাড়ের মানুষ নিজেদের অধিকার ফিরে পায়নি। পাহাড়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছে কিন্তু প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করা হলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলা করা হচ্ছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে।

 

উল্লেখ্য, ১৯৯৭ সালে ১০ মার্চ ঢাকায় প্রেস ক্লাবে সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামের পূর্র্ণ স্বায়ত্তশাসনের দাবী তুলেছিল দলটি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত