কাপ্তাইয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

Published: 14 Mar 2018   Wednesday   

রাঙামাটি থেকে বান্দরবানে সফরে যাওয়ার পথে মঙ্গলবার কাপ্তাইয়ে যাত্রা বিরতি করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এসময় তিনি রাঙামাটির পর্যটন খ্যাত কাপ্তাইয়ের অপরুপ প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন।

 

জানা গেছে, গেল রোববার থেকে দুদিনের সফরে আসেন মার্কিন রাষ্ট্র দূত মার্শা বার্নিকাট। তিনি রাঙামাটিতে অবস্থানকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও চাকমা সার্কেল চীফ-এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ইউএসএইডের পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। মঙ্গলবার বিকালে তিনি রাঙামাটি পরিদর্শন শেষে বান্দরবানের উদ্দেশ্য যাওয়ার সময় কাপ্তাইয়ের বন বিভাগের  বনফুল রেস্ট হাউজে যাত্রা বিরতি করেন। এ সময় তার সাথে ছিলেন ইউএসএইডি`র বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি সহ ইউএসএঅাইডি সংস্থার কর্মকর্তারা।

 

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট কাপ্তাই পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম, রাঙামাটি বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর, কর্ণফুলী রেঞ্জ অফিসার অাব্দুল মালেক শেখসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

 

যাত্রা বিরতিকালে কাপ্তাইয়ের অপরুপ সৌন্দর্য্যময়  লীলাভুমি, পর্যটন উপশহর খ্যাত কাপ্তাইয়ের মনোরম পরিবেশ  দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এসময় তিনি নিজের মোবাইল দিয়ে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য্যকে ক্যামেরার ফ্রেমে বন্দি রাখেন। পরে মার্কিন রাষ্ট্রদূতসহ তার সফর সঙ্গীদের সাথে নিয়ে বান্দরবানের উদ্দেশ্য কাপ্তাই ত্যাগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত