রাঙামাটিতে দুই দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা বৃহস্পতিবার সমাপ্ত

Published: 15 Mar 2018   Thursday   

রাঙামাটিতে দুই দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। 

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সুমনী আক্তার, জেলা পরিবার পরিবার কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ।

 

পরিবার পরিকল্পনা কার্যক্রমের ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

 

পরে মেলার প্রথম ও সমাপনী দিনে আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ও মেলায় বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারী ১৮টি স্টলের মধ্যে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। 

 

 প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,  পাহাড়ের তৃণমূল পর্যায়ের জনসাধারণকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ও বাল্য বিয়ে বন্ধে আরো সচেতন করতে হবে।

 

তিনি বলেন, এ দেশের ভৌগলিক আয়তনের চেয়ে লোকসংখ্যা দিন দিন বাড়ছে। এ সমস্যা সমাধানে পরিকল্পিত পরিবার গঠনে সচেতন বার্তাগুলো প্রচারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত