খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

Published: 15 Mar 2018   Thursday   

র‌্যালী  সেমিনারসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) কাজী মো:চাহেল তস্তরী ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড: মো: গোফরান ফারুকী ,ক্যাব এর খাগড়াছড়ি জেলা সভাপতি আবু তাহের মুহাম্মদ,খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন। সেমিনারে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামের নেতৃত্বে বের হওয়া র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

 

সেমিনারে ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ, মোবাইল কোট পরিচালনা বাড়ানোসহ তদারকি জোরদারের উপর গুরুত্বারোপ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত