কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষকদের বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

Published: 16 Mar 2018   Friday   

উচ্ছাস আর আনন্দময় পরিবেশে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষকদের শুক্রবার বার্ষিক বনভোজন ও মিলন মেলা সম্পন্ন হয়েছে।

 

নদী, পাহাড় আর সবুজের ছায়াঘেরা "প্রশান্তি পিকনিক স্পটে" এই মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় দিনব্যাপী শিক্ষক- শিক্ষিকাদের বিভিন্ন খেলাধূলা,সঙ্গীত,রেফেল ড্র অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে শেষ হয়। মিলন মেলার প্রধান আর্কষন ছিল সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে উপজেলা ইউএনও তারিকুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী,ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল ও সঙ্গীত শিল্পী ও প্রাথমিক শিক্ষিকা তানিয়াসহ সঙ্গীত শিক্ষক, অতিথি ও আগত দর্শকদের মুগ্ধ করে।

 

সঙ্গীতপর্ব শেষে  এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিলন মেলা ও বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক শিক্ষক মো: ইসমাইল হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল, আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো: কবির হোসেন, সহকারি শিক্ষা  কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,নিমি চাকমা, ইনষ্ট্রাক্টর তমা চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন দাশ, সাধারন সম্পাদক মংসুই চৌধুরী, সহকারি শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হাসান
প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক সোহেল।

 

সভা শেষে রেফেল ড্র,খেলাধূলায় অংশগ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

--হিবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত