জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে রাঙামাটি শিশু নিকেতনের আনন্দ র‌্যালী

Published: 17 Mar 2018   Saturday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৯ তম জন্মদিন  ও  জাতীয় শিশু দিবস  উপলক্ষে  শনিবার সকালে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ের উদোাগে শিশু সমাবেশ এবং আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ মো: মোস্তফা কামালের সভাপতিত্বে শিশু সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি বড়–য়া, কল্যানী চাকমা, মিনু ত্রিপুরা, ফাল্গুনী দত্ত, রীনা আক্তার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। শিশু সমাবেশের আগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক-অভিভাবিকাদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আনন্দ র‌্যালিটি  নতুন বাস স্টেশন এলাকা ঘুরে পূনরায় বিদ্যালয় মাঠে  গিয়ে  শেষ হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল আনন্দ র‌্যালীর নেতৃত্ব দেন।

 

সভাপাতির বক্তব্যে বিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল বলেন ১৭ মার্চ বাঙ্গালী জাতির আননন্দের দিন। ১৯২০ সালের এই দিনে গোপালগন্ঞ্জের টুঙ্গিপাড়ায়  জন্ম নিয়েছিলেন স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তারই সূত্র ধরে ১৯৭১ সালের ২৬ মার্চ বীর বাঙ্গালীরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং দীর্ঘ ৯ মাসের মুক্তি সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয় লাভ করেছিল। বঙ্গবন্ধু শিশুদের খুব বেশী ভালবাসতেন বলেই তাঁর জন্মদিনে বাংলাদেশের শিশুরা আজ জাতীয় শিশু দিবস পালন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত