রাঙামাটিতে তৈয়বিয়া আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Published: 18 Mar 2018   Sunday   

রাঙামাটির রিজার্ভ বাজারস্থ তৈয়বিয়া আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শনিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আলহাজ¦ নুরুল আলম হেজাজী, রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক হাজী মোঃ মনসুর আলী।

 

স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ জানে আলম, সদস্য আবদুল হালিম ভোলা, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ হারুন, শফিউল আজম, মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, হাজী মোঃ নাছির উদ্দিন প্রমুখ। 

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, মানুষের জানমালের ক্ষতি করে যারা নিজেদের অধিকারের কথা বলে তারা কখনো মানুষের  বন্ধু হতে পারে না। অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি অধিকার আদায় করা যায় না। আদর্শের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হয়। 

 

তিনি আরো বলেন, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে তারা মুলতঃ ধর্মের নামে অধর্মের কাজই করে। সকল ধর্মের মুলে রয়েছে মানবতা আর মানুষে মানুষে সম্প্রীতি। ধর্মের নামে সাম্প্রদায়িক উস্কানিদাতারা দেশ ও মানবতার চরম শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত