এইচডব্লিউএফ’র দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ-মিছিল

Published: 18 Mar 2018   Sunday   

রাঙামাটির কতুকছড়িতে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগ,হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর দুনেত্রীকে অপহরনের প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ঢাকা শাখা।


হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা শাখার আহ্বায়ক কইঞ্জনা মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,ঢাকায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উইমেন্স ফেডারেশনের ঢাকা শাখার আহ্বায়ক কইঞ্জনা মারমা। বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা, ইউপিডিএফ`র সংগঠক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমা।

 

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধরণ সম্পাদক ফয়জুল হাকিম,বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, সিপিবি নারী সেলের কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক হেমন্ত দাশ।সমাবেশ পরিচালনা করেন এইচডব্লিউএফের ঢাকা শাখার নেত্রী নীতিশোভা চাকমা। সমাবেশ শেষে প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।


সমাবেশে বক্তারা অপহৃত দুই নারী নেত্রীকে অবিলম্বে অক্ষত অবস্থায় মুক্তি, অপহরণের সাথে জড়িত নব্য মুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবি জানান।

 

উল্লেখ্য, রোববার সকালে রাঙামাটির কতুকছড়ির আবাসিক এলাকায় একদল দুর্বৃত্ত হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে। এসময় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে জখম  ও একটি  ছাত্র মেসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত