রাঙামাটির রাজ বন বিহারে মার বিজয়ী অরহৎ উপগুপ্ত বুদ্ধ পূজার আয়োজন

Published: 19 Mar 2018   Monday   

মার বিজয়ী অরহৎ উপগুপ্তা বুদ্ধ পূজা উপলক্ষে সোমবার রাঙামাটির রাজ বন বিহারে ধর্মীয় সভা ও বুদ্ধমূর্তি দান চুরাশি হাজার বাতি দানসহ নানাবিধ দান আনুষ্ঠানের আয়োজন করা হয়।


রাজন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, সিনিয়র ভিক্ষু শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির। এসময় বক্তব্যে দেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানহ অন্যান্য প্রমুখ। ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে পরিত্রাণ, চুরাশি হাজার বাতিদান, বুদ্ধমূর্তি দান নানানবিধান করা হয়।


এর আগে সকালে রাজ বন বিহারের পাশে কাপ্তাই হ্রদে উপগুপ্ত বুদ্ধকে ফুল ও দানীয় দিয়ে পূজা দেন করেন বৌদ্ধ নারী-পুরুষ। সন্ধ্যায় চুরাশি হাজার প্রজ্জ্বালন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত