রাঙামাটিতে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন

Published: 19 Mar 2018   Monday   

রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী বরকল উপজেলায় সোমবার বরকল মডেল উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। 

 

বিদ্যালয়ের মিলনায়তনে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগতমান শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী, বরকল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা।


এর আগে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবন এবং জাতির জনক বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে একটি দেয়ালিকা উদ্বোধন করেন প্রধান অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক বলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের স্ব-স্ব ভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছে।

 

তিনি আরো বলেন, সরকার বছরের প্রথম দিনেই পার্বত্য অঞ্চলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ বইয়ের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে উন্নত শিক্ষার লাভের সুযোগ করে দিচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত