সড়ক ও নৌপথ অবরোধ সফল করতে খাগড়াছড়িতে প্রচার মিছিল করেছে তিন সংগঠন

Published: 20 Mar 2018   Tuesday   

খাগড়াছড়ি-রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচী সফল করতে মঙ্গলবার খাগড়াছড়িতে মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্ব¦াক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির কতুকছড়িতে  অগ্নিসংযোগ, যুব নেতাকে গুলির প্রতিবাদে ও দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে বুধবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধের সমর্থনে  একটি মিছিল বেরা করায়। মঙ্গলবার বিকালে স্বনির্ভর বাজারের ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয় থেকে শুরু করে নারাঙহিয়া রেড স্কোয়ার হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে আবার স্ব^নির্ভর বাজার অমর বিকাশ চাকমার সড়কে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফ জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও এইচডব্লিউএফ-এর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ।

 

বক্তারা, বুধবার খাগড়াছড়ি-রাঙামাটি জেলা সকাল-সন্ধা সড়ক ও নৌপথ অবরোধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল করতে দুই জেলা সকল শ্রেণী পেশাজীবী ও সর্বস্তরে জনসাধারণের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত