স্বল্পোন্নত দেশের স্ট্যাটাসে বাংলাদেশের উত্তরণে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি

Published: 20 Mar 2018   Tuesday   

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন” উপলক্ষে মঙ্গলবার কাপ্তাইয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। 


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এর অধীনস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চট্টগ্রামের উদ্যোগে র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আমিনুল ইসলাম, যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান, রাঙামাটির নবনিযুক্ত জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ,বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে অধ্যক্ষ প্রকৌশলী নজরুল ইসলাম, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির অধ্যক্ষ সালাউদ্দিন শেখ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ জহিরুল আলম মজুমদার।

 

র‌্যালিতে চট্টগ্রাম ও রাঙামাটি জনশক্তি অফিসের বিপুল সংখ্যক ইন্সট্রাক্টর, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া তাদের সেবামূলক বিভিন্ন লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত