উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙামাটিতে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

Published: 22 Mar 2018   Thursday   

বাংলাদেশ নিম্ম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার  রাঙামাটিতেও আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,পুলিশ সুপার মো. আলমগীর কবীর, সিভিল সার্জান ডা. শহিদ তালুকদার প্রমুখ।

 

এর আগে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহন করেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, তলাবিহিন ঝুঁড়ি থেকে দেশ আজ উপছেপড়া ঝুঁড়িতে রুপান্তর হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দেশকে উন্নয়নের উচ্চ স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তাঁর কন্যা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত