অপহৃত এইচডব্লিউএফ`র দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 23 Mar 2018   Friday   

অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের(এইচডব্লিউএফ) দুই নেত্রীকে উদ্ধার ও অপহরনের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে শুক্রবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়িসহ কয়েকটি স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার কতুকছড়িতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া মানিকছড়ি, বোধিপুর,কতুকছড়ি উপর পাড়াসহ কয়েকটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় এলাকাবাসীরা অংশ নেয়। কতুকছড়িতে মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সহ-সভাপতি রুপসী চাকমা প্রমুখ।


নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অপহরনের ঘটনার ৬ দিন অতিবাহিত হতে চললেও প্রশাসনের পক্ষ থেকে অপহৃতাদের উদ্ধারের কোন উল্লেখ্যযোগ্য তৎপরতা নেই। অপহৃতাদের জীবন নিয়ে অনেকটা শঙ্কার সৃষ্টি হয়েছে। এতে করে বূঝা যায় প্রশাসন অন্যায়কে প্রশয় দিচ্ছে, যার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।


বক্তারা অপহৃত দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অবিলম্বে অক্ষত অবস্থায় উদ্ধারে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানোর পাশাপাশি অপহরণ ঘটনার সাথে জড়িত তপনজ্যোতি চাকমা(বর্মা) ও তার সহযোগিদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদানেরও জোর দাবি জানান।


উল্লেখ্য, গেল ১৮ মার্চ রাঙামাটির কতুকছড়ির আবাসিক এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইউপিডিএফ সমর্থিত হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  এ সময় সন্ত্রাসীরা একটি ছাত্র মেস পুড়িয়ে দেয় ও যুব ফোরাম নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে জখম করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত