রাজস্থলীতে চার কাঠুরিয়ার উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Published: 24 Mar 2018   Saturday   

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে চার কাঠুরিয়ার উপর হামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন ও সমাবেশ করা হয়। 

 

বাঙ্গালহালিয়া বাজারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার লোকজন অংশ নেন। মানবন্ধন চলাকালে বক্তব্যে দেন মোঃ সামশুল আলম, মোঃ রেজাউল আলম, শফিকুল ইসলাম, এমদাদুল হক মিলন, শফিকুল ইসলাম শফিক, শফিকুল ইসলাম মিঠু।


সমাবেশে বক্তারা স্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে পার্বত্য অঞ্চলের নিরীহ মানুষ। প্রতিনিয়ত তারা চাঁদাবাজী করে নিরীহ মানুষকে হয়রানী করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অপহরণ ও অস্ত্রের ভয় দেখাচ্ছে।


বক্তারা কাঠুরিয়াদের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান।

 

উল্লেখ্য,গেল ২২ মার্চ রাজস্থলী উপজেলার পাশ্ববর্তী এলাকা পাথরবন পাড়ার চার দিনমজুর শ্রমিক চন্দ্রঘোনা থানাধীন নারাছড়া নারানগিরি বড় পাড়া এলাকায় দিনমজুর কাজে গেলে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালালে আহত হন। ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত