লংগদুতে নাশকতরা অভিযোগে ইসলামী ছাত্রী সংস্থার ৭ নারী সংগঠক আটক

Published: 26 Mar 2018   Monday   

রাঙামাটির লংগদুতে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৭জন নারী সংগঠক আটক করেছে লংগদু থানা পুলিশ। সোববার সকালে মুসলিম ব্লক এলাকা থেকে রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, সোমবার সকালের দিকে রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লকের রাবেতা মডেল  উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসায় ইসলামী ছাত্রী সংস্থার কিছু কর্মী গোপণে সাংগঠনিক বৈঠক করছিল বলে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। এতে পুলিশ  অভিযানে ওসমান মাষ্টারের বাসা থেকে সাংগঠনিক বই লিফলেট ও চাদা আদায়ের রশিদ বইসহ ৭ জন  নারী সংঠককে আটক করে। আটককৃতরা হলেন,  শাহানাজ (২৭), নাছিমা আক্তার (৩০), মাহমুদা (২৯), তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১),  সাহিদা আক্তার (২৫) এবং ওসমান গনির  স্ত্রী ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তার মুন্নি (৩৮)। তবে  অভিযানের টের পেয়ে বাসার মালিক ও জামায়াত নেতা ওসমান গণি পালিয়ে যান। পুলিশের অভিযান  অব্যাহত রয়েছে।

 

লংগদু থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত জনান, যুদ্ধপরাধী সাজাপ্রাপ্ত মীর কাশেম আলীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক ও জামায়াত নেতা ওসমান গনি এবং তার স্ত্রীর ফাতেমা আক্তার মুন্নির বাসায় মহান স্বাধীনতা দিবসে নাশকতায় জন্য গোপন বৈঠকের আয়োজন করে পুলিশ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার ৭জন নারী সংগঠককে আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বইসহ সরকার বিরোধী বই পাওয়া যায়। তিনি আরো জানান, তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবদ শেষে মামলা প্রক্রিয়া শুরু করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত