কাপ্তাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Published: 26 Mar 2018   Monday   

কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় সোমবার মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

 

ভোরে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। এদিন উপজেলার সকল সরকারি, বেসরকারি,স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে কর্ণফুলী ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজে পুলিশ, আনসার- ভিডিপি,নৌ- স্কাউট ও বিভিন্ন স্কুল- কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলজার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনও তারিকুল আলম, সহকারি পুলিশ সুপার আসলাম ইকবাল, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ উপজেলার বিভিন্ন  বিভাগীয় প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক দর্শক। কুচকাওয়াজ শেষে স্কুলের ছাত্রছাত্রী ও নৌ-স্কাউটরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।

 

এছাড়া, স্কুলের ছাত্রছাত্রীদের, মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে এবং উপস্থিত ভদ্র পুরুষ মহিলা ও উপজেলা প্রশাসন একাদশ বনাম স্থানীয় গন্যমান্য ব্যাক্তি একাদশের মধ্যে ক্রীড়া   প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলজার হোসেন। বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার আসলাম ইকবাল, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে ডিসপ্লে,ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত