পানছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Published: 26 Mar 2018   Monday   

যথাযোগ্য মর্যদায় বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার খাগড়াছড়ির পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের পর পর প্রথমে  উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

 

এর পর  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও ওসি(তদন্ত) উত্তম কুমার দেবের নেতৃত্বে পানছড়ি থানা,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেবের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পানছড়ি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, জাবারাং পানছড়ি, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্টেন, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংঘ, পানছড়ি প্রেস ক্লাব, রেড ক্রিসেন্ট পানছড়ি ইউনিট, পানছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ ও জনসংহতি সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

সকাল ৮টায় জাতীয় সংগীতের পর পরই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় কুচকাওয়াজ। এছাড়া  বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কুইজ, চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। বিকালে আয়োজন করা উপজেলা মাঠে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত