জুরাছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Published: 26 Mar 2018   Monday   

সোমবার জুরাছড়িতে যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।


জুরাছড়ি উপজেলা মাঠে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজজের সালাম ও অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাছেদ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।


শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, জনসংহতি সমিতির ভূমি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা ও পুরুস্কার বিতরণ করা হয়।


এর আগে ভোর ৬টায় দিকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও। এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া বীর শহীদদের স্মরণে দোয়া মাফিল করা হয়।


এছাড়া উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাছেদের নেতৃত্বে পুলিশ বাহিনী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্র লীগ, বিএনপির নেতা মহারঞ্জন চাকমা ও যুব দলে নেতা বিরানন্দ চাকমার নের্তৃত্বে বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুনীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারী সেচ্চা সেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত