দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পানছড়িতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 28 Mar 2018   Wednesday   

খাগড়াছড়ি জেলার পানছড়িতে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

 

 পানছড়ি উপজেলা পরিষদ, প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সমন্বয়ে দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি”। এ উপলক্ষে বুধবার সকাল দশটা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে একটি মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তী পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। 

 

বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা: অনিল কান্তি দে ও সাধারণ সম্পাদক ডা: সৈয়দ আহাম্মদ। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ক গ্রুপ ও খ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত