২০২১ সালের মধ্যে খাগড়াছড়িকে ম্যালেরিয়ামুক্ত ঘোষনার অঙ্গীকার

Published: 28 Mar 2018   Wednesday   

জাতীয় ম্যালেরিয়া নির্মুল কর্মসুচীর অংশ হিসেবে খাগড়াছড়িতে দিনব্যাপি বুধবার এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউছার হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সামরিক হাসপাতালের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এম এম সালাউদ্দিন, সিভিল সার্জন ডা: শওকত হোসেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা,স্কাস রামগড় উপজেলা শাখার ম্যানেজার সোনয়ন চাকমা প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, ম্যালেরিয়া নির্মুলে সম্মিলিতভাবে কাজ চলছে। আগামী ২০২১ সালের মধ্যে খাগড়াছড়ি এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষনা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত