ধর্ষনের চেষ্টাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 28 Mar 2018   Wednesday   

ত্রিপুরা আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, কুপিয়ে জখম ও যৌন হয়রানীর প্রতিবাদ ও দোষীকে গ্রেপ্তার করে শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।


বুধবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্রান সংসদ খাগড়াছড়ি আঞ্চলিক শাখার সভাপতি কাজল বরন ত্রিপুরা,ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি বিপুল বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি সদর শাখার দপ্তর সম্পাদক দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার সহ-সভাপতি ডালিয়া ত্রিপুরা প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষনের সুস্থ বিচার না হওয়ায় ও ধর্ষকদের শাস্তি না হওয়ার কারনে পাহাড়সহ সারা দেশে ধর্ষনের মতো ঘটনা বেড়ে চলেছে। যার কারনে ধর্ষকরা স্বাধীন দেশে স্বাধীনতার মাসে ও ধর্ষনের চেষ্টা চালায়। ধর্ষন করতে না পারলে হত্যার মতো জগন্য কাজ করতে চেষ্টা করে। বক্তারা অভিলম্বে সকল ধর্ষনকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।


উল্লেখ্য গেল ২৫ মার্চ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা আমতলী ইউনিয়নে বর্ণাল মুক্তি যোদ্ধা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ৮ম শেণির এক কিশোরী বিদ্যালয় থেকে ফেরার পথে মোঃ মাসুদ নামে এক ব্যাক্তি ধর্ষনের চেষ্টা করে। ধর্ষনের ব্যার্থ হয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত