বৈসুক, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা

Published: 29 Mar 2018   Thursday   

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, এম এক জব্বার, জুয়েল চাকমা, ডা: রাজেন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন ক্লাব, সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বৈসুক, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে ১১এপ্রিল সকাল ৮টায় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালীর সিদ্ধান্ত গৃহীত হয়।  এছাড়া টাউন হল প্রাঙ্গনে ঐতিহ্যবাহী ডিসপ্লে প্রদর্শন, পানি খেলা এবং বিকালে একই স্থানে গুনিজনদের সংবর্ধনা দেয়া ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত