রাঙামাটি পাবলিক কলেজের নিজস্ব ক্যাম্পাসে শীঘ্রই পাঠদান শুরু হবে

Published: 29 Mar 2018   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

কলেজের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বক্তব্যে দেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক খন্দকার, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেমখ। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া । এ কলেজ থেকে এ বছর ২শ ৭জন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

 

অনুষ্ঠানে রাঙামাটি পাবলিক কলেজের নিজস্ব ক্যাম্পাসে শীঘ্রই পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বলেন, শহরের আসামবস্তীতে কলেজের নিজস্ব জায়গায় একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে কমিউনিটি সেন্টারের দুঃসহ পরিবেশে থেকে কলেজের ছাত্র-ছাত্রীরা মুক্তি পাবে।

 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হলেও আইনী জটিলতায় পড়ে রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্মান কাজ অসমাপ্ত পড়ে আছে। ফলে নিজস্ব ভবন না থাকায় দীর্ঘ তিন বছর ধরে শহরের একটি কমিউনিটি সেন্টারে পাবলিক কলেজের শিক্ষা কার্যক্রম চলছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত