রাঙামাটিতে অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে প্রগতিশীল ৯ নারী সংগঠনের যুক্ত বিবৃতি

Published: 31 Mar 2018   Saturday   

রাঙামাটি থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের অপহৃত দুই নেত্রীকে অবিলম্বে উদ্ধারের দাবিতে বিবৃতি দিয়েছে দেশের প্রগতিশীল ৯টি নারী সংগঠন। 

 

শনিবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


বিবৃতিতে অপহৃতদের উদ্ধারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান তৎপরতা পরিলক্ষিত না হওয়ায় ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলা হয়, গত ১৮ মার্চ রাঙামাটির সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক নামক জায়গা থেকে এক দল দুর্বৃত্ত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ করে। পার্বত্য চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি থাকা অবস্থায় প্রশাসনের নাকের ডগায় যেভাবে একের পর এক খুন, অপহরণ, মুক্তিপণ, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে চলেছে, যা যে কোন সচেতন নাগরিককে ভাবিয়ে না তুলে পারে না। অপহরনের ১৩ দিন পরও অপহৃতরা উদ্ধার না হওয়ায় এবং তাদের জীবন নিয়ে শঙ্কিত স্বজন ও এলাকাবাসীদের মধ্যে উদে¦গ-উৎকন্ঠা বাড়ছে। অপহৃতদের অভিভাবকদের দায়ের করা অপহরণ মামলা প্রত্যাহার না করলে পরিবারসহ সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে অপহরনকারীরা।


বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নারী নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার, অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে সকল ধরনের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে। যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, বিপ্লবী নারী মুক্তি’র নেত্রী নাসিমা নাজনীন, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, সিপিবি নারী সেল-এর লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর সভাপতি রওশন আরা রুশো, বিপ্লবী নারী ফোরাম’র সদস্য আমেনা আক্তার এবং শ্রমজীবী নারী মৈত্রী’র সভাপতি বহ্নিশিখা জামালী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত