কাপ্তাইয়ে ইউএনও`র বাসা থেকে চুরি করা মালামালসহ দুর্ধষ ৫ চোর আটক

Published: 01 Apr 2018   Sunday   

কাপ্তাই উপজেলা ইউএনও`র বাসা থেকে চুরি হওয়া মালামালসহ ৫ জন দুর্ধষ চোরকে শনিবার রাতে রাঙ্গুনিয়ার লিচুবাগান ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাপ্তাই থানার এসআই মিজানের নেতৃত্বে এএসআই নজরুল, সাগর সেন,মোতালেব ও সঙ্গীয় ফোর্সসহ রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় রাঙ্গুনিয়ার লিচুবাগান ফেরিঘাট এলাকা অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটকসহ চুরি হওয়া মালামাল ও  সিঁদকাটার একটি অত্যাধুনিক যন্ত্রও উদ্ধার করা হয়। আটককৃত হল,আবদুস সালাম (৩৫), মো: রিয়াজ (২৪),  মোবারক হোসেন (২৫), মো: মনা (৩৫), মো: মফিজ (৪০)।

 

কাপ্তাই থানার ওসি সৈয়দ মো: নুর জানান,  আটককৃতদের  রোববার রাঙামাটি জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, গেল ২৯ জানুয়ারী রাতে কর্ণফুলী নদী পথে এসে দুর্ধষ চোররা কাপ্তাই উপজেলা ইউএনও তারিকুল আলমের বাসায় চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর দলটি ইউএনও বাসা থেকে দু`টি মোবাইল সেট, একটি কালার টিভি, একটি ল্যাপটপ, একটি প্রেসার কুকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।এঘটনায়  কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত