মেডিকেল কলেজ বন্ধের দাবিতে ১০ জানুয়ারী রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ ডেকেছে পিসিপি

Published: 04 Jan 2015   Sunday   

পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনাসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে রোববার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ করেছে।

সমাবেশে থেকে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে ১০ জানুয়ারী রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা করা হয়। অবরোধ কর্মসূচী ঘোষণার পরও যদি সরকার মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত না করে তাহলে লাগাতার অবরোধ,হরতালসহ আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুমকি দেন।

জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমা। পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমার সঞ্চালনায় বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা রিপেশ চাকমা, সহ-সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা। এর আাগে একটি বিক্ষোভ-মিছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বনরুপা ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, যেখানে গ্রামে-গঞ্জে প্রাথমিক স্কুল নেই, যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কার্যক্রম পরিচালিত হয় বর্গা শিক্ষক দ্বারা, যেখানে উচ্চ বিদ্যালয় ও কলেজসমূহে পর্যাপ্ত শিক্ষক নেই, ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয় উপকরণাদি নেই, নেই প্রয়োজনীয় অবকাঠামো। সেগুলোর মান উন্নত না করে রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পাহাড়ী আদিবাসীদের নিজ ভিটে-মাটি থেকে উচ্ছেদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। বক্তারা আরও বলেন,১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়নের উদ্যোগ গ্রহণকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতামত ও সমন্বয় করে হওয়ার কথা থাকলেও চুক্তি লঙ্ঘন করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা চুক্তির পরিপন্থি।

সমাবেশ থেকে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমা মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে ১০ জানুয়ারী রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা দেন। তিনি রাঙামাটি পার্বত্য জেলায় শান্তিপূর্ণ অবরোধ পালনের আহ্বান জানিয়ে বলেন,অবরোধ পালনকালে সড়ক পথে বাস, সিএনজি, মোটর সাইকেল, প্রাইভেট কারসহ সকল প্রকার যানবাহন এবং নৌপথে লঞ্চ, ই্িঞ্জন চালিত নৌকা সব কিছু বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিকভাবে ক্লাশ উদ্বোধন করার কথা রয়েছে। মেডিকের কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধের দাবিতে দীর্ঘ দিন ধরে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ তার অঙ্গসংগঠন আন্দোলন করে আসছিল।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত