বাঘাইছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট পুলিশের এক কনস্টেবলের মৃত্যূ

Published: 07 Apr 2018   Saturday   

রাঙামাটির বাঘাইড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে ১০নং পুলিশ ফাড়িতে শুক্রবার গভীর রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশিষ কুমার পাল (২২) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যূ হয়েছে। নিহত কনস্টেবলের বাড়ী নোযাখালী জেলার সোনাই মুড়ি উপজেলায়। তার পিতার নাম হারাধন কুমার পাল। তিনি ২০১৪ সালে  পুলিশ কনষ্টেবল পদে যোগদান করেন।

 

পুলিশ ও স্থানীযরা জানায়, শুক্রবার রাত ১২টার দিকে বাঘাইড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ১০নং বিপি পুলিশ চেকপোষ্ট এলাকায় ৩৩ কেবির একটি বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। এতে পুলিশ  ফাড়িটি বিদ্যুতে  শর্ট সাকিটে পরিণত হয় এবং পাশে থাকা বন বিভাগের চেক পোষ্টে সাথে সাথে  আগুন লেগে যায়। এসময় আগুন ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী জেলা পরিষদের শুল্ক ফাঁড়িও পুড়ে যায়। এতে পুলিশ  ফাড়িতে থাকা পুলিশের ওয়ারলেস অপারেটর কনস্টেবল আশিষ কুমার পাল  বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে গুরুত্বর জখম হন। পরে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি দিঘীনালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দীঘিনালার  ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত