রাঙামাটিতে তিন দিন ব্যাপী অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 08 Apr 2018   Sunday   

রোববার থেকে রাঙামাটিতে তিন দিন ব্যাপী জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ ভবনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন।

 

এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুচয়ন চৌধুরী, নানিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমর জ্যোতি চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন দেবরাজ চাকমা।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। পেশাগত দক্ষতার উন্নয়নের জন্য সরকারী বেসরকারী প্রত্যেক কর্মকর্তা, কর্মচারী সকলের প্রশিক্ষণ গ্রহনের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, তিনদিন ব্যপী প্রশিক্ষনের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রশিক্ষণ গ্রহনকারীদের পেশাগত কাজে দক্ষতা বৃদ্ধি করবে বলে আমি  আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত