খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ইউপিডিএফের নিন্দা

Published: 16 Apr 2018   Monday   

খাগড়াছড়ির সদর উপজেলার কমলছড়ি গ্রামের বাসিন্দা ও সমাজ কর্মী সূর্য বিকাশ চাকমা (৫২) কে দুর্বৃত্তরা গুলি করে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ)। 

 

ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সোমবার বিকাল ৪টার দিকে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির একদল অস্ত্রধারী দয়াল চাকমার বাড়ি থেকে সূর্য বিকাশ চাকমাকে ডেকে নিয়ে বাড়ির উঠোনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।


প্রেস বার্তায় দাবী করা হয়, পার্বত্য চট্টগ্রামে হানাহানিমুক্ত শান্ত পরিবেশ বজায় থাকুক, একটি গোষ্ঠী চায় না। তারাই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। আঞ্চলিক রাজনৈতিক দলের লেভেল এঁটে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধী কর্মে তৎপর চিহ্নিত একটি চক্রকে নীলনক্সা মতো এ গোষ্ঠীটি বাগিয়ে নিয়েছে। জনগণের আন্দোলন বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে এদের লেলিয়ে দিয়ে এ গোষ্ঠীটি পার্বত্য চট্টগ্রামে আবার নতুন করে খুনখারাবিতে মেতে উঠেছে।

 

বিবৃতিতে একটি টিভি চ্যানেলসহ কিছু অনলাইন সংবাদ মাধ্যমে কমলছড়ির বাসিন্দা ও সমাজকর্মী সূর্য বিকাশ চাকমাকে “ইউপিডিএফ নেতা” হিসেবে প্রচার করার ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রের অংশ বিশেষ বলে দাবী করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত